ওগো দয়াময়

হাসু কবির
পাহাড় সমান পাপ জমেছে মরণের নেই ভয় ক্ষমা করো দয়া করো ওগো দয়াময়। দুনিয়ার মোহে পড়ে কাটে রাত দিন ক্ষণে ক্ষণে বাড়ে তাই জীবনের ঋণ। দুচোখ জুড়ে অশ্রু ঝরে ভালো কিছু নেই সঞ্চয়। ক্ষমা করো দয়া করো ওগো দয়াময়। অমানুষ হয়ে রোজ পাপে ডুবে রই আমলবিহীন তবু...