মালাকুল মাউত এবং আমি!
আসাদুল্লাহ আল গালিব
২০১৬ সালে যখন আমার দাদা মারা গেলেন তখন আমি বাড়িতেই ছিলাম। তবে মারা যাওয়ার সময় পাশে ছিলাম না। সেদিন আসরের সালাতের পর শয্যাশায়ী দাদার পাশে বসেই সূরা ইয়াসিন তিলাওয়াত করেছিলাম। এরপর আমরা ছেলেরা সবাই ক্রিকেট খেলতে চলে যাই। আম্মা খেলতে যেতে বারবার মা...