ফিলিস্তিনি শিশু

ফাহমিদ আল রাফি
একটা শিশু ফিলিস্তিনি দু’চোখ ভরা জল তবুও তার বুকে আছে শক্তি, সাহস, বল! ভাই শহীদ, বাবা শহীদ শহীদ খেলার সাথি ঘর পুড়েছে, মন পুড়েছে কেমনে কাটে রাতি! শত শত বুলেট বোমা পাখির মতো উড়ছে শত্রুসেনার গোলার মুখে নারী-শিশু মরছে! তবুও সেই বীর শিশুটির নেই কোনো ভয়...
Tuesday 01 July 2025
1 MIN READ