শুকনো পাতার ছাউনি ঘেরা ছোট্ট কুঁড়েঘর
মেঘ গুড়গুড় বৃষ্টি এলেই গড়িয়ে পড়ে জল
প্রভাতকিরণ উঁকি দিয়ে মধুস্বরের ডাক
ছায়াতরুর ঝরা পাতা সঙ্গী হয়ে থাক।
বাতায়নের ছিদ্র দিয়ে বইবে শীতল হিম
কচি ঘাসে জমে শিশির, খসে পড়া বিল।
মিষ্টি রোদে উঠবে হেসে হলদে রঙা ফুল
পরশ করে বসব সেথায় এলিয়ে দিয়ে চুল।
ঢেউ খেলানো সবুজ ঘাসে নীলচে নদীর তীর
দূর সীমানায় হৃৎ ডুবিয়ে চোখজোড়া স্থির।
সেই নদীতে ভিড় করেছে শ্বেতপদ্মের দল
আলতো হাতে ছুঁতে গেলেই পালিয়ে যাবার ছল।
রং বদলে লালচে নীড় মিলিয়ে দিবাকর
মিটিমিটি তারার আলো সন্ধ্যে নামার পর।
উঠোনজুড়ে জোছনা মেখে হারিয়ে যাবার নাম
বন্দী করে নিতাম যদি লুকিয়ে রেখে ধাম।
দয়াময়ের অনুগ্রহে দিব্যলোকের আশা
আর্জি সকল পূর্ণ হবে, নিত্যদিনের বাঁচা।
ছেঁড়া খামে চিঠি জমে, টুকরো অভিপ্রায়
রবের তরে যাচ্ছে উড়ে আরশে আযীম যেথায়।