সময়ের চেয়ে দ্রুত গতির,
আছে কি আর কিছু?
একবার সে ফুরিয়ে গেলে,
পাবে না ধরলে পিছু।
এ সবুজ অরণ্যকে দেখছি
আজ তরুলতায় ঘেরা।
এ সকল সৃষ্টি হবে সেদিন
ভয়ে ভীত-দিশেহারা।
জলদি এ সময় ফুরাবার আগে
পূণ্য করে নেয় যদি কোনো পাপী
ক্ষমালাভের আশা করতে পারে সে,
রব যে সবচেয়ে বেশি ক্ষমাকারী।
জলদি তাওবা করে নাও সকলে
এ বেলা ফুরোবার আগে।
নইলে হয়তো যে হারিয়ে যাবে,
এ মহাকালের অতল গহ্বরে।