ক্রাফটিং নিয়ে একেকজনের একেকরকম নেশা থাকে। আমার নেশা হলো, ঘর সাজানোর জিনিস বানানো। অল্প সময়ে, অল্প খরচে বা একদম খরচ ছাড়াই কীভাবে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করা যায়, সেটা নিয়েই ভাবি আমি।
ঘরের সৌন্দর্য বাড়াতে ওয়ালমেটের অবদান অনেক। কিন্তু ওয়ালমেটের দাম অনেক সময় আমাদের নাগালের বাইরে থাকে। সেক্ষেত্রে আমরা চাইলে নিজেরাই ওয়ালমেট বানিয়ে নিতে পারি।
আমি কীভাবে ক্রাফটিং করে আমার দেয়াল সাজিয়েছি সেটিই আজ বলব। খুব সহজেই ওয়ালমেট বানাতে নিচের প্রক্রিয়া অনুসরণ করতে পারো।
যা যা লাগবে :
- শক্ত কাগজ বা বোর্ড ( ছোটবেলায় পরীক্ষায় যে বোর্ড ব্যবহার করতাম, সেটি ব্যবহার করেছি আমি)
- রঙিন কাগজ (ঘরে না থাকলে সাদা কাগজ রং করে নিলেও হবে)
- একরঙা কাপড়ের টুকরো (পছন্দমতো যেকোনো রঙের কাপড় নিতে পারো)
- আঠা বা গ্লু
যেভাবে বানাবে :
- প্রথমেই বোর্ডে শক্ত করে রঙিন কাপড় লাগিয়ে নেবে। কাপড়ের অতিরিক্ত অংশ বোর্ডের পেছন দিকে নিয়ে আঠা দিয়ে আটকে দেবে।
- এরপর রঙিন কাপড়ের ওপর রং দিয়ে যেকোনো একটা গাছের মতো করে এঁকে নাও। গাছে কিছু ডালপালাও এঁকে নিয়ো।
- এরপর ওই যে রঙিন কাগজ নিয়েছিলে, সেটা কেটে কিছু ফুল বানিয়ে নাও। তারপর সেগুলো গাছের ডালপালায় আঠা দিয়ে বসিয়ে দাও।
ব্যস, হয়ে গেল সুন্দর একটি ওয়ালমেট। ওয়ালমেটে তোমার পছন্দমতো যেকোনো কিছুই আঁকতে পারো। তবে প্রাণীর ছবি এঁকো না কখনো।
এভাবে তুমি যেকোনো ওয়ালমেট বানাতে পারো। দেয়ালে সাজানোর পর সুন্দর লাগলে আমাকে ধন্যবাদ দিতে ভুলো না!