- আকিফ আল জাহিন
উত্তম রিযিক ও উপার্জন বৃদ্ধির জন্য বেশ কিছু দুআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন।
১.
للَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي ، وَوَسِّعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي
উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি যানবি, ওয়া ওয়াস্ সি’লি ফি দারি, ওয়া বারিক লি ফীমা রযাক্বতানি
অর্থ: হে আল্লাহ! আমার গুনাহগুলো ক্ষমা করুন। আমার বাসস্থান প্রশস্ত করে দিন এবং আমাকে যা দিয়েছেন তা বরকতময় করে দিন।
২.
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আস আলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফা ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা
অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার সন্তুষ্টি এবং ক্ষমা চাচ্ছি, যা আপনি ছাড়া কেউ তা করতে পারবে না।
৩.
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আস আলুকা ‘ইলমান নাফিয়ান ওয়া রিযক্বান ত্বয়্যিবান ওয়া ‘আমালান মুতাক্বাব্বালান
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই, পবিত্র রিযিক চাই এবং আমলের কবুলিয়্যাত চাই।
৪.
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَاجْبُرْنِي وَعَافِنِي وَارْزُقْنِي وَارْفَعَنى
উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়া ‘আফিনি ওয়ারযুকনি ওয়ারফা’আনি
অর্থ: হে আল্লাহ! আমাকে মাফ করুন, আমার প্রতি সদয় হোন, আমাকে শান্ত করুন, আমাকে উত্তম মর্যাদা দান করুন, আমাকে পথ দেখান, আমাকে সুস্বাস্থ্য দিন এবং উত্তম রিযিক দান করুন।
৫.
اللهُم أَكْثَرُ مَا لِي وَوَلَدِى وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَنِي
উচ্চারণ: আল্লাহুম্মা আকসির মা-লি ওয়া ওয়ালাদি ওয়া বারিক লি ফী-মা আ’ত্বই তানী
অর্থ: হে আল্লাহ! আমার সন্তান-সন্ততি ও সম্পদ বৃদ্ধি করুন এবং (আমাকে) যা দিয়েছেন তাতে বরকত দিন।
৬. বেশি বেশি ইস্তিগফার করা।
أَسْتَغْفِرُ اللَّهُ
উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।