ভাইয়া: আমাদের বাটপার হতে হবে বুঝলি।[১]

সামী: কেন ভাইয়া? পৃথিবীতে এত কাজ থাকতে বাটপারির মতো নিকৃষ্ট কাজ করতে হবে কেন? 

ভাইয়া: আরে, এই বাটপারি সেই বাটপারি না-রে পাগলা। এ হলো চোরের উপর বাটপারি। আমাদের কাছ থেকে যা চুরি করে নেওয়া হয়েছে, সেগুলো আবার চুরি করে ফিরিয়ে নিতে হবে।

সামী: কোন চোর? 

ভাইয়া: মডার্নিজম - এই আধুনিক ব্যবস্থা।

সামী: এটা তো একটা আদর্শ, একটা ব্যবস্থা। এটা আবার কী চুরি করল আমাদের কাছ থেকে?

ভাইয়া: করেছে করেছে। বুঝিয়ে বলি, শোন্‌। মানুষ আগে গোত্রীয় সমাজে বাস করত। গোত্রের মানুষের মধ্যে বন্ধন ছিল দৃঢ়। গোত্রের একে অপরের প্রতি বিশ্বস্ততা ছিল। কারও বিপদে গোত্রের লোকেরাই তার সাহায্যে সবার আগে এগিয়ে আসত। মানুষের একটা সামষ্টিক শক্তি ছিল। কেউ চাইলেই সহজে কারও ক্ষতি করতে পারত না। কিন্তু আধুনিকতা এসে মানুষের এই শক্তি কেড়ে নিয়েছে। শাসন করার সুবিধার্থে মানুষকে করেছে বিচ্ছিন্ন। একলা মানুষকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। মানুষ এখন আর কাউকে বিশ্বাস করতে পারে না। কারও বিপদে কেউ সহজে এগিয়ে আসে না। এর পাশাপাশি আছে নানা জমকালো ভোগবিলাসের উপাদান। মানুষ এগুলোয় বুদ হয়ে থাকে, হয়ে পড়ে আত্মকেন্দ্রিক। বিদ্যমানতাকে প্রশ্ন করতে ভুলে যায়। বিনোদনের খোঁজে মানুষ হারিয়ে ফেলে আল্লাহর পথ। হয়ে যায় লক্ষ্যহীন পথিক। এভাবেই আধুনিকতা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে আধ্যাত্মিকতা। আধুনিকতার এমন চুরির তালিকা অনেক বড়। একটা উদাহরণ দিই। আমরা সবাই-ই এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। এখানে কত সময় নষ্ট করি তার ইয়ত্তা নেই। আধুনিকতার এই আবিষ্কার কেড়ে নিয়েছে আমাদের শৃঙ্খলা ও মনোযোগ। টিকটক আর রিলস দেখে দেখে আমাদের অ্যাটেনশন স্প্যান কমে গিয়েছে, আসক্ত হয়ে গিয়েছি এতে। কোনো কাজে আর বেশিক্ষণ মনোযোগ ধরে রাখা যায় না। বুঝলি কিছু? 

সামী: কিছুটা মাথায় ঢুকেছে। কিন্তু আমাদের কাছ থেকে চুরি হয়ে যাওয়া এই জিনিসগুলো ফিরিয়ে নেওয়ার উপায় কী, ভাইয়া?

ভাইয়া: ভালো প্রশ্ন করেছিস। বলছি শোন্‌।

  • আত্মীয় ও পাড়া-প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা। একে অপরের বিপদাপদে পাশে থাকা।
  • আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা। আল্লাহর আদেশ ও রাসূল ﷺ-এর দেখানো পথে চলা।
  • পরিমিত ও সুস্থ্য বিনোদন নেওয়া। সোশ্যাল মিডিয়া ব্যবহারে সময়সীমা নির্ধারণ করা।
  • জীবনের লক্ষ্য নিয়ে ভাবা। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য জীবনকে শৃঙ্খলায় নিয়ে আসা। 

কী? বাটপার হতে পারবি তো?

সামী: ঠিক পারব। এখন থেকে আমি ‘বাটপার’ সামী।


১. বিদেশি লেকচার অবলম্বনে।