মুখের উপর পেরেক মাইরা মুখ করতে চায় বন্ধ

সুশীল-সমাজ, বুদ্ধিজীবীরাও চোখ থাকিতে অন্ধ

আপার শাড়ির আঁচলেতে দেশটা তখন জিম্মি

বাতাসেতে উড়ে বেড়ায় শহীদের রক্তের গন্ধ

বিচারের নামে আদালতে চলে তখন প্রহসন

লাশের উপর লাশের স্তুপে আপা বসায় সিংহাসন

শাপলার সাদা পাপড়ি করল লাল একরাতে

শহীদ নাকি রং মাইখা শুইয়া ধরছে মরার ভান

চোখ-মুখ বন্ধ রাইখা বলো, আর কতকাল সওয়া যায়

ঘুম ভাঙ্গার গান গেয়ে আসলো তখন লাল জুলাই

রাস্তায় নামলো ছাত্ররা টাইনা ধরতে আপার লাগাম

আমজনতাও বারুদ হইয়া ফাইটা পড়ল সারা বাংলায়

বুকের পাঠা খুইলা দাঁড়ায় গেল বীরেরা রাস্তায়

সাইজা গেল রাস্তা তাদের রক্তে আঁকা আলপনায়

পুরুষ-নারী, শিশু-বৃদ্ধ শহীদ হতে দিলো ঝাঁপ

“একটা মারলে আরেকটা আসে” - অবাক হলো হায়েনায়

ইনকিলাবের ডাক সারা বাংলায় পড়ল ছড়ায়

স্বৈরাচারের কবর খুঁড়ল মিলে বাংলার আমজনতায়

ইনকিলাবের সূর তুইলা বাংলায় আবার দিলো প্রমাণ

ভস্ম হওয়ার পরেও আবার এভাবেও ফিরে আসা যায়