লাইফ হ্যাকস (পর্ব-৪)
ষোলো
জীবন একটা গল্প। এই গল্পের নায়ক তুমি। তোমার সামনে আছে দুটো পথ– প্রথমটি কঠিন। হাঁটতে গেলেই ঘাম ঝরবে, পা ব্যথা করবে, কষ্ট লাগবে। কিন্তু যখন গন্তব্যে পৌঁছাবে, সব কষ্ট নিমিষেই হারিয়ে যাবে। চারপাশে দেখবে শান্তির নীল আকাশ। বিজয়ের শিখরে দাঁড়িয়ে তখন বলবে...