জীবন একটা গল্প। এই গল্পের নায়ক তুমি। তোমার সামনে আছে দুটো পথ– প্রথমটি কঠিন। হাঁটতে গেলেই ঘাম ঝরবে, পা ব্যথা করবে, কষ্ট লাগবে। কিন্তু যখন গন্তব্যে পৌঁছাবে, সব কষ্ট নিমিষেই হারিয়ে যাবে। চারপাশে দেখবে শান্তির নীল আকাশ। বিজয়ের শিখরে দাঁড়িয়ে তখন বলবে– ‘আলহামদুলিল্লাহ, আমি পেরেছি!’ অন্য পথটি সহজতর। শুরুতে মজা, আরামদায়ক। কোনো কষ্ট নেই। মনে হবে, ‘আরে লাইফ সেট, জাস্ট চিল!’ কিন্তু এগোতে এগোতে একসময় দেখবে নিচে এক গভীর খাদ। উঠতে গেলে তখন ভীষণ কষ্ট। সেই গন্তব্য এতটাই কঠিন যে, নিজেই নিজেকে বলবে– ‘আমি কী করলাম!’ মনে রেখো, কঠিন সিদ্ধান্ত মানে কঠোর মানুষ হওয়া নয়, বরং শক্তিশালী ভবিষ্যৎ বানানো। লাইফে কষ্টকর মুহূর্তগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে শক্তিশালী বানানোর ট্রেনিং, যা তোমাকে প্রতিনিয়ত শক্তিশালী করবে, আরও ধৈর্যশীল করবে, সফল করে তুলবে। তুমি যদি এখন তোমার লাইফে সবচেয়ে বেস্ট সিদ্ধান্তগুলো নাও—হোক তা খুব কঠিন—ভবিষ্যতে সহজ পথ তোমার জন্য আল্লাহ তাআলা তৈরি করে দেবেন–

‘নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি!’ ( সূরা আশ-শারহ: ৬ )

তুমি কি প্রস্তুত, তোমার গল্পের নায়ক হতে?

  • ইন্টারনেট থেকে সংগৃহীত
  • অনুবাদ ও পরিমার্জনা: ফাইজান বিন হক

অনুবাদ: Hard Decision- কঠিন সিদ্ধান্ত Easy Life- সুন্দর গন্তব্য Easy Decision- সহজ সিদ্ধান্ত Hard Life- কঠিন গন্তব্য