কোনো ধারণা ছাড়া যেমন তুমি রান্না করতে পারবে না, কোনো জ্ঞান ছাড়া যেমন চিকিৎসা করতে পারবে না, তেমনিভাবে ইসলাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ছাড়া তুমি ভালো মুসলিম হতে পারবে না। আসো, নিজেকে প্রশ্ন করি। ইসলাম সম্পর্কে আমি কতটুকু জানি? অথচ ইসলাম হলো একমাত্র সত্য দ্বীন। মানুষের যাবতীয় বিভ্রান্তির বিপরীতে আল্লাহ ইসলামকে প্রেরণ করেছেন রাসূলুল্লাহ ﷺ-এর মাধ্যমে। তিনি ইসলামের জীবন্ত উদাহরণ এবং সর্বোত্তম আদর্শ। রাসূলের শানে কেউ বেয়াদবি করলে, তাঁকে নিয়ে কটুক্তি করলে তুমি কষ্ট পাও, রাগে তোমার রক্ত গরম হয়ে ওঠে। শাতিমে রাসূলের বিরুদ্ধে রাজপথে মিছিল করো তুমি। নিজেকে কি কখনো প্রশ্ন করেছ, ‘প্রাণের চেয়েও প্রিয় রাসূল সম্পর্কে আমি কতটুকু জানি?’ ১৪০০ বছর আগে যিনি তোমাকে নিজের ভাই বললেন, তোমার জন্য চোখের পানি ফেললেন, সেই রাসূল ﷺ সম্পর্কে তুমি জানতে চাও না?
যদি চাও, তবে ইউটিউবে রেইন ড্রপস মিডিয়ার “সীরাহ” সিরিজটি হতে পারে তোমার সঙ্গী। রাসূল ﷺ সম্পর্কে জানার জন্য সিরিজটি বেশ চমৎকার ও উপযোগী। তাছাড়া ইসলামের মৌলিক বিষয়ে গুরুত্বপুর্ণ কিছু আলোচনাও রেইন ড্রপস মিডিয়া (Rain Drops Media) ইউটিউব চ্যানেলে রয়েছে। চ্যানেলের ভিডিওগুলো বিষয়ভিত্তিক প্লে-লিস্ট আকারে দেওয়া আছে। ফলে নির্দিষ্ট কোনো বিষয়ে জানতে হলে প্লে-লিস্ট দেখেই সেই বিষয়ের সবগুলো ভিডিও খুঁজে পাওয়া যায়। চ্যানেলটিতে বর্তমানে ১৩টি প্লে-লিস্ট আছে।
ব্যক্তি হিসেবে রাসূল ﷺ-কে আরও নিবিড়ভাবে জানার জন্য রয়েছে 'আমার নবী ﷺ' নামে আলাদা একটি প্লে-লিস্ট। আরও আছে খুলাফায়ে রাশিদীন আবু বকর, উমার, উসমান এবং আলী (রাদিয়াল্লাহু আনহুম আজমাঈন)-এর জীবনী। এছাড়াও আখিরাত সংক্রান্ত একটি নির্ভরযোগ্য আলোচনা “পরকালের পথে যাত্রা” সিরিজ। আমাদের জীবনের চরম ও চূড়ান্ত বাস্তবতা আখিরাত। আখিরাতের ব্যাপারে সামগ্রিক ধারণা পেতে এই হৃদয়গ্রাহী সিরিজটি বেশ কার্যকরী। আল্লাহর গুণবাচক নাম নিয়েও আছে ‘আসমাউল হুসনা’ সিরিজ।চ্যানেলটিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তার প্রতিটিই অত্যন্ত গুরুত্বপুর্ণ। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জ্ঞান থাকা আবশ্যক। ইউটিউবে আমরা একের পর এক বিভিন্ন কন্টেন্ট দেখে সময় নষ্ট করি। ইউটিউবকেই ব্যবহার করে তুমি যদি ইসলামের মৌলিক কিছু ধারণা অর্জন করতে চাও, তবে “Rain Drops Media” চ্যানেলটি হতে পারে তোমার জানার অন্যতম উৎস। আশা করি, রেইন ড্রপস মিডিয়ার কাজগুলো তোমার ভালো লাগবে এবং উপকারে আসবে।
[ষোলো জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৫ সংখ্যায় প্রকাশিত]