মুসলিমবঙ্গের ইতিহাস গৌরবের ইতিহাস, সমৃদ্ধির ইতিহাস। কিন্তু এই ইতিহাস আজ বিস্মৃত। আমরা ভুলে গিয়েছি নিজেদের পরিচয়, নিজেদের শেকড়। শেকড়ের দিকে ফিরে যাওয়ার, ইতিহাস জানার একটি ছোট মাধ্যম সুলতানি বাংলার মানচিত্র। এখান থেকে আমরা জানতে পারব বাংলার বিস্তৃতি ও সমৃদ্ধি।
সূত্র: https://www.wikiwand.com/en/articles/History_of_Bengal
চিন্তা করে দেখো, কত বিশাল এলাকাজুড়ে ছিল এই বাংগালাহ!