পড়তে বসলে রাজ্যের সব চিন্তা ঝেঁকে বসে। কত পড়া বাকি, এই সাবজেক্টটা তো অনেক কঠিন, পরীক্ষার আগে সিলেবাস শেষ করতে পারব তো - আরও কত কী! বিশেষ করে পরীক্ষার আগের রাতে এসব চিন্তায় মাথা হ্যাং হয়ে যায়। কিন্তু পড়তে বসার আগে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দুআ করে নিলে এসব বাজে চিন্তা পালানোর আর জায়গা পাবে না। তাই মাথাকে হ্যাং হওয়া থেকে বাঁচাতে পড়তে বসে নিচের দুআগুলো পড়ো।

১) জ্ঞান বৃদ্ধির দুআ

আরবিতে– رَّبِّ زِدْنِي عِلْمًا 

উচ্চারণ: রব্বি যিদনী ইলমা 

বাংলা অর্থ– ‘হে আমার রব! আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।’

২) স্মৃতিশক্তি বৃদ্ধির দুআ

আরবিতে- سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ 

উচ্চারণ- সুবহানাকা লা-ইলমা লানা, ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আন্তাল আলীমুল হাকীম 

বাংলা অর্থ– ‘আপনি মহান পবিত্র, আমাদের কোনো জ্ঞান নেই, আপনি যা শিখিয়েছেন তা ছাড়া। নিশ্চয়ই আপনিই সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।’

৩) পরীক্ষার আগের দুআ

আরবিতে– رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي 

উচ্চারণ– রব্বিশরহ-লি, সদরি ওয়া ইয়াসসির-লি আমরি, ওয়াহলুল উক্বদাতাম মিন লিসানি ইয়াফক্বহু ক্বওলি

বাংলা অর্থ– 'হে আমার পালনকর্তা! আমার বক্ষ উন্মুক্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে।’

৪) কঠিন কিছু পড়ার সময় দুআ

আরবিতে– اللَّهُمَّ لاَ سَهْلَ إِلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلاً 

উচ্চারণ– আল্লাহুম্মা লা-সাহলা ইল্লা মা জা‘আলতাহু সাহলা ওয়া আনতা তাজ‘আলুল হাজনা ইজা শি-তা সাহলা

বাংলা অর্থ– ‘হে আমার রব! আপনি যা সহজ করেন, তা ছাড়া কিছুই সহজ নয়। আপনি যখন ইচ্ছা করেন, কঠিনকেও সহজ করে দিতে পারেন।’

তবে সারাবছর পড়াশোনার সাথে আড়ি করে থেকে শুধু দুআ করে গেলে কিন্তু কাজ হবে না!