- জুনায়েদ
দ্বীন মানার বিষয়ে সিরিয়াস হচ্ছে আসিম। সালাতে নিয়মিত হতে চায় সে। আবার কুরআনের চর্চাও নিয়মিত করতে চায়। এমতাবস্থায় সে ভাবল তার হাতের ফোনটাকে সে কাজে লাগাবে। এত রকমের অ্যাপ রয়েছে ফোনে, দৈনিক কত কাজেই তো আমরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি। সালাতের সময়, রিমাইন্ডার, নিষিদ্ধ সময়গুলো জানার জন্য একটা অ্যাপের সন্ধান করল আসিম।
আবরার দ্বীন পালনে নিয়মিত। কিন্তু সালাতের ওয়াক্তের সঠিক হিসাব জানলে তার জন্য আরও সুবিধা হতো। মাঝে মাঝে দীর্ঘ সময় রাস্তায় যাতায়াতের ফলে সালাতের সঠিক সময় আর নিষিদ্ধ সময়ের ব্যাপারে জানার প্রয়োজন হয় তার। এমতাবস্থায় ফোনে এই বিষয়ে নিয়মিত জানতে একটা অ্যাপ খুঁজল আবরার।
আসিম আর আবরারের গল্পের মতো তোমাদেরও হয়তো এমন একটা অ্যাপের প্রয়োজনীয়তা অনুভব হয়। সালাত ইসলামের এক গুরুত্বপূর্ণ ইবাদাত। আর সালাত ওয়াক্ত অনুযায়ী আদায় করাটা আবশ্যক। আবার দিনে এমন কিছু সময় আছে যখন সালাত আদায় করা নিষেধ। তো, সালাতের ওয়াক্ত আর নিষিদ্ধ সময়ের দৈনিক তথ্য জানার জন্য একটা অ্যাপ থাকলে আসলেই সুবিধা হয়। এমনই একটা অ্যাপ হলো ‘Sadiq’।
Greentech Apps Foundation-এর এই অ্যাপ Sadiq-এ সালাতের সময়ের পাশাপাশি আরও কিছু ফিচার বা সুবিধা রয়েছে। এতে আছে সালাতের রিমাইন্ডার অপশন, রমাদানে সাহরি ও ইফতারের সময়সূচি, অর্থসহ কুরআন, দুআ সংকলন আর কিবলা নির্ণয়ের কম্পাসও আছে এতে।
অ্যাপটি দুই ভাষাতে ব্যবহার করা যায়: বাংলা এবং ইংরেজি।
সালাতের ক্ষেত্রে অ্যাপটিতে লোকেশন অনুযায়ী ওয়াক্ত বা সময়সীমা জানানো হয়। আবার ফিকহি ধারা বা মাযহাব অনুযায়ী সময় জানারও সুবিধা রয়েছে। অ্যাপের হোম স্ক্রীনে রয়েছে সালাতের সময় সংক্রান্ত বিষয়াবলি এবং দৈনিক কুরআনের একটা আয়াত ও দুআ। আবার রমাদানের সিয়াম পালনের জন্য সাহরি এবং ইফতারের সময়ও দেওয়া আছে।
পাশের অপশনেই রয়েছে কুরআন। আরবির সাথে বাংলা/ইংরেজি অনুবাদও রয়েছে এতে। আবার শব্দে শব্দে অনুবাদও রয়েছে।
এর পাশে দেখা যাবে দুআর অপশন। এই অংশে বিভিন্ন বিষয়ভিত্তিক দুআ রয়েছে। এছাড়া কিবলা জানার জন্য কম্পাস আছে।
পরিশেষে বলতে পারি Sadiq অ্যাপটি হবে সালাত ও সিয়াম পালনে তোমার প্রতিদিনের সঙ্গী। এর সাথে কুরআন আর দুআর অপশন থাকায় অ্যাপের কার্যকারিতা আরও ব্যপকতা পেয়েছে।