যদি

২+১ = ২৩

৩+১ = ৩৪

৪+২ = ২৬

৬+৩ = ২৯ 

হয়, তবে

৬+২ = ?

উত্তর: ৩৮

এখানে ধাঁধাঁটির কাঠামো হলো, ক+খ = গঘ। খেয়াল করো, এখানে গ = ক÷খ এবং ঘ = ক+খ। যেমন, ৬+৩ = ২৯ এর ক্ষেত্রে ৬÷৩ = ২ এবং ৬+৩ = ৯। এই সূত্রানুসারে, ৬+২ = ? এর ক্ষেত্রে ৬÷২ = ৩ এবং ৬+২ = ৮। তাই ৬+২ = ৩৮।

‘?’ দেওয়া বক্সে কত বসবে?

উত্তর: ৭

ব্যাখ্যা: ৮৫÷১৭ = ৫, ৭৬÷১৯ = ৪ এবং ৯১÷১৩ = ৭ 

গত পর্বের সমাধান

১. তুমি যেকোনো প্রহরীকে জিজ্ঞেস করবে, “যদি আমি অন্য প্রহরীকে জিজ্ঞেস করি কোন দরজা মুক্তির পথে নিয়ে যায়, তাহলে সে কী বলবে?” এরপর তুমি তার দেওয়া উত্তরটির বিপরীত দরজা বেছে নিবে।

২. ৫৫ + ৫ = ৬০

বুদ্ধি খাটিয়ে তোমার সমাধান পাঠিয়ে দাও [email protected] এই ঠিকানায়। মেইলের সাবজেক্টে লিখবে ‘বুদ্ধি খাটাও-৯’। উত্তর পাঠাতে হবে ১ ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে। উত্তর পাঠানোর সময় তোমার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বারও লিখে দেবে। সঠিক উত্তর প্রদানকারীদের মধ্যে দৈবচয়নে পাঁচজন বুদ্ধিমান পাবে ষোলোর পরবর্তী সংখ্যার সৌজন্য কপি!

গত পর্বের বিজয়ী

নিশাত তাসনিম, মোহাম্মদ শোয়েব চৌধুরী, মো: মোস্তাকিম রহমান, সানীম মুহাম্মাদ সাইফান, রোহান তালুকদার