১. পৃথিবী নামক রণাঙ্গনে যুগে যুগে পুরুষেরা নারীদের ঢাল হয়ে থেকেছে। প্রকৃত নারী এই চিরন্তন সত্যকে কখনো অস্বীকার করে না। সে জানে, আল্লাহ পুরুষদেরকে নারীর অভিভাবক ও রক্ষক হিসেবেই পাঠিয়েছেন। তাই তাদের হৃদয়ে পুরুষদের জন্য থাকে গভীর শ্রদ্ধা ও সম্মান।

২. প্রকৃত নারী অশালীনতাকে কখনোই আধুনিকতার মানদণ্ড মনে করে না। তাঁর কাছে সত্যিকারের আভিজাত্য লুকিয়ে থাকে আত্মসম্মান, শালীনতা ও লজ্জাশীলতার মধ্যে।

৩. একজন আদর্শ নারীর স্বপ্ন হলো নিজের সন্তানকে স্নেহ-মমতায় লালন করে সুশিক্ষিত, দায়িত্ববান ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। তাঁর চোখে এটিই সবচেয়ে বড় অর্জন এবং মাতৃত্বের প্রকৃত সাফল্য। কারণ একজন মায়ের হাতেই গড়ে ওঠে আগামী প্রজন্মের ভিত, আর সেই ভিত্তিই নির্ধারণ করে একটি জাতির ভবিষ্যৎ।

৪. প্রকৃত নারী ক্যারিয়ারের জন্য তোষণ বা কারও মনোরঞ্জন করাকে কখনোই সম্মানের কাজ মনে করে না। তাঁর কাছে আসল গৌরব হলো নিজের পরিবারকে সুন্দরভাবে গড়ে তোলা এবং স্বামী-সন্তানের কাছে আদর্শ স্ত্রী ও মায়ের মর্যাদায় অধিষ্ঠিত হওয়া।

৫. আদর্শ নারী নিজেকে কখনো সবার ভোগ্য বস্তু বানায় না। সে নিজেকে অমূল্য রত্নের মতোই সযত্নে সংরক্ষিত রাখে, যাতে কোনো কুদৃষ্টি তাঁর মর্যাদায় আঘাত হানতে না পারে।

৬. প্রকৃত নারী উদ্ধত বা অহংকারী হয় না। বরং সে হয় ভদ্র, সভ্য ও লজ্জাশীলা, যা তাঁর ব্যক্তিত্বকে করে তোলে আরও দীপ্তিময়।

- ফাহমিদা আফরিন

[লস্টমডেস্টির ‘আকাশের ওপারে আকাশ’ বইয়ের “আসল পুরুষ আসল নারী” প্রবন্ধের আদলে।] 

ষোলো ৮ম ও ৯ম সংখ্যায় প্রকাশিত হয়েছে; আর_আমি_তোমাদের_শেখাব_কীভাবে_নারী_হতে_হয় ১ম এবং ২য় পর্ব

১ম পর্ব- https://sholo.org/kivabe-nari-hote-hoy-01

২য় পর্ব- https://sholo.org/kvabenarihotehoy-2nd

ষোলো ৬ষ্ঠ ও ৭ম সংখ্যায় প্রকাশিত হয়েছিল;

আর_আমি_তোমাদের_শেখাব_কীভাবে_পুরুষ_হতে_হয় ১ম এবং ২য় পর্ব।

১ম পর্ব- https://sholo.org/kivabe-purush-hote-hoy-01

২য় পর্ব- https://sholo.org/kivabe-purush-hote-hoy-02