অমুক তমুক মস্ত পাপী
পরের বেলায় বুঝি,
নিজের মাঝেও দোষ রয়েছে
তা কি মোরা খুঁজি?
পরের ভুল ধরতে পেরে
লাগে অনেক ভালো,
নিজের ভুল ধরিয়ে দিলে
মুখটি করি কালো।
হয়তো তুমিই সঠিক ছিলে
সে ছিল বা ভুল,
পরের দোষ খুঁজে পেলেও
পিটিয়ো না ঢোল।
দোষ করেছে দোষ করেছে
প্রচার কোরো না সব,
তোমার দোষও গোপন করবে
মোদের মহান রব।*
* যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। (সহীহ মুসলিম, ২৫৯০)