আমি এবার সুন্দর করে মেহেদি দেব ইনশাআল্লাহ! আগেরবার রঙ টেকেনি, তাই এবার কিছু টিপস মানবো যেন রঙ গাঢ় হয়। তোমাদের সাথেও আইডিয়াগুলো শেয়ার করছি—

গাঢ় রঙের জন্য করণীয়:

  • ভালো মানের মেহেদি নাও – হ্যান্ডমেড মেহেদি সবচেয়ে ভালো।
  • শুকনো হাতে মেহেদি দাও – ভেজা হাতে দিলে ডিজাইন নষ্ট হতে পারে। অন্তত ১০ মিনিট আগেই হাত ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে।
  • ডিজাইন চিকন করলেও কিছু অংশ মোটা রাখো – এতে রঙ ভালো বসবে।
  • ফয়েল পেপারে হাত মুড়িয়ে রাখো – ডিজাইন নষ্ট হবে না।
  • কমপক্ষে ২-৩ ঘণ্টা রাখো – নাহলে রঙ বসবে না।
  • লেবু-চিনির মিশ্রণ স্প্রে করো – তবে বেশি দিলে উল্টো রং হালকা হতে পারে।
  • লবঙ্গের তাপে হাত শেকো – তবে তাপ বেশি হলে সাবধান!
  • জিরা ভেজানো পানি লাগাও – মেহেদির রঙ দীর্ঘস্থায়ী হবে।
  • গাছের মেহেদিতে কফি মেশাও – রঙ হবে টকটকে লাল।

সময় কম থাকলে:

চিকন ডিজাইন দাও – শুকাতে কম সময় লাগবে।
চুলার আঁচ বা হেয়ার ড্রায়ার ব্যবহার করো – দ্রুত শুকাবে।
সরিষার তেল মেখে নাও – রঙ গাঢ় হবে।

হাত ধোয়ার আগে সাবধান!

মেহেদি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হাত ধোয়া। হাত ধুতে গিয়ে অনেকেরই পুরো হাতে রঙ মেখে যায়। ফলে মেহেদির ডিজাইন সুন্দর হলেও দেখতে খারাপ লাগে। তাই মেহেদি পুরোপুরি শুকানোর আগে হাত ধোয়া যাবে না। শুকানো মেহেদি যতটা সম্ভব তুলে এরপর হাত ধোয়া ভালো। বেশি সময় নিয়ে হাত ধোয়া যাবে না। এতে হাতের ফাঁকা জায়গাগুলোয় রঙ বসার সময় পাবে না। আর হাতটাও ভীষণ সুন্দর দেখাবে।

এবার নিশ্চয়ই আমার মেহেদির রঙ হবে গাঢ় আর সুন্দর!

[ষোলো ঈদ সংখ্যা ২০২৫ এ প্রকাশিত]