• ভোরে ওঠা – অন্য দিনের তুলনায় একটু আগে জাগ্রত হওয়া। (বায়হাকি, ৬১২৬)
  • মিসওয়াক করা – দাঁত পরিষ্কার ও সতেজ রাখতে মিসওয়াক ব্যবহার করা। (তাবয়ীনুল হাকায়েক ১/৫৩৮)
  • গোসল করা – পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করে ফ্রেশ থাকা। (ইবনু মাজাহ, ১৩১৫)
  • সুন্দর পোশাক পরা – সামর্থ অনুযায়ী উত্তম ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। (বুখারি, ৯৪৮; মুস্তাদরাকে হাকিম, ৭৫৬০)
  • সুগন্ধি ব্যবহার করা – আতর বা সুগন্ধি ব্যবহার করে নিজেকে পরিপাটি রাখা। (মুস্তাদরাকে হাকিম, ৭৫৬০)
  • ঈদুল ফিতরে খেজুর খাওয়া – ঈদুল ফিতরের দিনে নামাজের আগে মিষ্টিজাতীয় কিছু খাওয়া, আর ঈদুল আযহায় সালাতের শেষে কুরবানির পর গোশত খাওয়া। (বুখারি, ৯৫৩; তিরমিজি, ৫৪২)
  • সকাল সকাল ঈদগাহে যাওয়া – সালাতের জন্য দেরি না করে আগেভাগে ঈদগাহে পৌঁছানো। (আবু দাউদ, ১১৫৭)
  • সাদকায়ে ফিতর আদায় করা – ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে গরিবদের জন্য সাদকায়ে ফিতর দেওয়া। (দারাকুতনি, ১৬৯৪)
  • ঈদের সালাত ঈদগাহে পড়া – বিশেষ কারণ না থাকলে ঈদের সালাত খোলা মাঠে পড়াই উত্তম। (বুখারি, ৯৫৬; আবু দাউদ, ১১৫৮)
  • ভিন্ন পথে ফেরা – ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা, ফেরার সময় অন্য রাস্তা ব্যবহার করা। (বুখারি, ৯৮৬)
  • পায়ে হেঁটে যাওয়া – সম্ভব হলে ঈদগাহে হেঁটে যাওয়া, এতে সুন্নতও পালন হবে, স্বাস্থ্যকরও হবে! (আবু দাউদ, ১১৪৩)
  • তাকবীর পড়া – ঈদুল ফিতরে আস্তে আস্তে ও ঈদুল আজহায় উচ্চস্বরে তাকবীর বলা— اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ (মুসতাদরাকে হাকিম, ১১০৫)