নয়ন গ্রুপের ঈদবাজি

এনামুল হোসাইন
১. ঈদের দিন এলাকা কাঁপিয়ে নামল কিশোর গ্যাং ‘নয়ন গ্রুপ’। নয়নের নেতৃত্বে রাব্বি, সাজিদ, রোহান, আরিফ—সবাই মিলে ট্রাকে উঠল। হাতে পটকা, পকেটে লেজার লাইট, সঙ্গে ব্লুটুথ স্পিকার। “ঈদ মানে আনন্দ, বুঝলি?” নয়ন চেঁচিয়ে উঠল। “আর আনন্দ করতে গিয়ে একটু শব্দ হ...