আমাদের স্কুল-কলেজ-ভার্সিটিগুলোতে অনেক কিছু শেখায়। বাংলা, ইংরেজি, সাহিত্য, কিংবা গণিত, রসায়ন, পদার্থ - অনেক কিছুই শেখায়। এসবের পাশাপাশি আরও শেখায় নাচ-গানের মতো অর্থহীন জিনিসও। কিন্তু শেখায় না জীবনে চলার জন্য অসম্ভব জরুরি কিছু বিষয়। তেমনই একটি বিষয় হলো ফিনান্সিয়াল লিটারেসি বা অর্থনৈতিক সাক্ষরতা। সিলেবাসে অর্থনীতির তাত্ত্বিক আলোচনা থাকলেও, থাকে না দৈনন্দিন জীবনে প্রয়োগ করার মতো সরল কোনো নির্দেশনা।
ফিনান্সিয়াল লিটারেসিকে আমি সহজে বোঝার জন্য বলি অর্থনৈতিক সচেতনতা। প্রতি মাসে তোমার মাসিক ইনকামের উপর ভিত্তি করে তুমি পুরো মাসের একটা বাজেট বানিয়ে ফেলবা। সেই বাজেটের চেয়ে বেশি খরচ করা থেকে খুবই সাবধান থাকবা। চেষ্টা করবা, বাজেটের চেয়েও কম খরচে প্রয়োজন পূরণ করার। আর অতিরিক্ত টাকা দিয়ে আরও টাকা বানানোর চেষ্টা করবা (যেমন- বিনিয়োগ করা, দান-সাদাকাহ করা)। আর এই পুরো ব্যাপারটাই হলো অর্থনৈতিক সচেতনতা। এই সচেতনতার মাধ্যমেই তুমি অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারবা ইনশাআল্লাহ।
স্কুল-কলেজ-ভার্সিটির সিলেবাসে উপেক্ষিত এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই আমাদের এই ধারাবাহিক সিরিজ। অর্থনৈতিক সচেতনতা তৈরির এই সিরিজে আজকের টিপস থাকবে মিতব্যয়ী হওয়ার প্রয়োজনীয়তা ও উপায় নিয়ে।
টিপস ১ : মিতব্যয়ী হও
ক. মিতব্যয়ী হলে তুমি অল্প বয়সে সাবলম্বী হতে পারবা। নিজের শখ নিজেই পূরণ করতে পারবা।
খ. টাকা জমিয়ে দ্রুত বিয়ে করতে পারবা।
গ. দান-সাদাকাহ করতে পারবা। গরিব-দুঃখীদের সাহায্য করতে পারবা। এর উসীলায় আল্লাহ তোমার ভবিষ্যতের অনেক বিপদাপদ কাটিয়ে দেবেন, তোমার ইনকামে বারাকাহ দেবেন।
ঘ. প্রয়োজনের সময় বাবা-মাকে সাহায্য করতে পারবা। দ্রুত বিয়ের জন্য এটা বেশ কাজে দেবে ইনশাআল্লাহ!
ঙ. মিতব্যয়ী হলে মাস শেষেও তোমার পকেটে কিছু-না-কিছু টাকা থেকে যাবে। কারও কাছে ধার করতে হবে না।
চ. তোমার যতটুকু সামর্থ্য আছে, তা থেকে সবচেয়ে কম খরচের লাইফস্টাইল মেইনটেইন করো। তোমার কাছে যদি ১০০০ টাকা থাকে, তাহলে তুমি সর্বোচ্চ ২০০ টাকার জিনিস কিনবা। ১০০০ টাকার জিনিস কিনবা না। নয়তো তুমি দেউলিয়া হয়ে যাবা।
ছ. তোমার যদি ১০০০ টাকার কোনো জিনিস কেনার ইচ্ছে হয়, তাহলে তোমার হাতে ২০০০ টাকা আসা পর্যন্ত অপেক্ষা করো।
জ. এভাবে হিসাব করে খরচ করলে তুমি মাস শেষে কিছু টাকা জমাতে পারবা। কয়েক মাস বা বছর পর দেখবা, অনেক টাকা জমে যাবে। তখন সেটা কোনো হালাল ব্যবসায় ইনভেস্ট করতে পারবা। ইনভেস্ট করলে তোমার ইনকাম আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ।
ঝ. মনে রাখবা, মিতব্যয়ী লাইফস্টাইল মানে খারাপ লাইফস্টাইল না; বরং এটি বুদ্ধিমানদের লাইফস্টাইল। মিতব্যয়ী হয়ে চললে জীবনে কখনো অভাবে পড়বা না ইনশাআল্লাহ।
ঞ. তাই ভাইয়ারা, মিতব্যয়ী হও, অহেতুক খরচ করা কমিয়ে ফেলো। দেখবা, জীবন অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
আজ এ পর্যন্তই। আবারও কথা হবে পরবর্তী সংখ্যায় নতুন কোনো টিপস নিয়ে, ইনশাআল্লাহ।
[ষোলো জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৫ সংখ্যায় প্রকাশিত]