মহাশূন্যে ঈদ উদযাপন
ফাহমিদা আফরিন
ধরো, তুমি একজন নভোচারী। মহাকাশ যানে করে মহাশূন্যে ভাসছো। পৃথিবীকে ঘণ্টায় ২৮,০০০ কি.মি. গতিতে প্রদক্ষিণ করছো। ভ্যাকুয়াম-সিল করা খাবার খেয়ে সাহরি-ইফতার করছো। এভবেই ঈদ এসে উপস্থিত! কিন্তু চারদিকে নিস্তব্ধতা, নেই কোনো হৈচৈ, নেই সুগন্ধ ছড়ানো বিরিয়ানি...