চারশো জোড়া চোখের বিনিময়ে
আমি আজ চক্ষুষ্মান,
অথচ যাদের আত্নত্যাগে আমি জোছনা দেখি,
গাই গান,
সেই তাদের চোখগুলো আর কখনো এমন মায়াভরা জোছনা দেখবে না!
আমার পায়ের ওপর আছড়ে পরা শীতল সমুদ্রজল
কখনো সেইসব বীরদের পায়ের স্পর্শ পাবে না,
যাদের চরণ সত্যের পথে নির্ভীক ছিল।
আমার হাতের আঙুলে আমি প্রিয়জনদের ছুঁয়ে দেখব,
অথচ তাদের হাতের স্পর্শ পাবে না কেউ,
সে হাত তারা বিলিয়ে দিয়েছে,
আমাদের স্বাধীনতার জন্যে।
যারা বিলিয়েছে তাদের জীবন রাজপথে,
তাদের মহৎপ্রাণের কাছে এ জীবন বড় তুচ্ছ!
জুলাই, ফারাক করে দিয়েছে বীর আর কাপুরুষের মাঝে,
আজ সিতারাও সাক্ষী বীররা অম্লান হয়ে আছে!