বর্ষাকালের বৃষ্টি কি মা
নেয় উড়িয়ে ধুলি?
বৃষ্টি না রে, বৃষ্টি না রে
জালিমের গুলি।
সেই গুলিতে ভিজতে কি মা
এক জীবনের সুখ?
নইলে কেন দস্যি ছেলে
দেয় চিতিয়ে বুক!
আচ্ছা মা গো, নাকের ভেতর
পাওকি মৃতের ঘ্রাণ?
মৃত না রে, মৃত না রে
শহীদ হওয়া প্রাণ।
রক্তজলের এই শহরে
সূর্য কেন বলে—
পানি লাগবে, পানি ওরে