যেন পূর্বের কোনো জন্মে ছিল প্রেমের পাওনা দেনা!

আসাদুল্লাহ আল গালিব
বসন্তের তপ্ত দুপুর। ক্লাস পালানো দলছুট আমরা কয়েকজন স্টেডিয়ামে ঢুকলাম। হাতে ব্যাট আর বল। ক্লাস পালিয়েছি কিনা নিশ্চিত না। কারণ টিফিনের পর আমাদের স্কুলে খুব কম দিনই ক্লাস হয়। নিশ্চিত না হয়ে তাই নিজেদেরকে ‘ক্লাস পালানো’ ট্যাগটা দেওয়া উচিত নাও হতে প...