মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাই ও পড়া মুখস্থের সমস্যা

আয়াত
তখন হবে সন্ধ্যা সাতটা। শীতের সময়। আযান, নামায আগেভাগেই হয়ে গেছে। নামায পড়ে বই নিয়ে বসলাম। পর্যায় সারণীর প্রথম বিশটি মৌলের নাম কিছুতেই মনে রাখতে পারছি না। আজ দিয়ে তিন দিন যাবৎ ওই একটা জিনিসই শুধু পড়ছি। হঠাৎ মাইগ্রেনের ব্যাথা শুরু হলো। আম্মুকে ব...