পথ সৈনিক
ষোলো
০৪ আগস্ট, ২০২৪। রবিবার। ফজরের পর বাসায় এসে খুব গোপনে ব্যাগ গুছাচ্ছিলাম। গতদিনও শহরে বেশ মারামারি হয়েছে। বাসায় কোনোভাবে জানতে পারলে একদমই বেরোতে দিবে না। তাই প্রস্তুতি গোপনেই নিতে হচ্ছিল। ভাই, আম্মু, আব্বু - কাউকে বুঝতে না দিয়ে ব্যাগের ভেতরে আমার ...