রমাদানের সুবাসে সুবাসিত হও!

আসাদুল্লাহ আল গালিব
আগুন গরম বিকেল। প্রখর রোদে মাথায় খই ফোটার মতো অবস্থা। হঠাৎ ধূলি উড়ানো শীতল বাতাস। কিংবা এক পশলা ঝুম বৃষ্টি। ঝিরিঝিরি বাতাসের পেলব ছোঁয়ায় এক অনাবিল প্রশান্তির ধারা বইতে শুরু করে হৃদয়-জমিনে। রমাদান ঠিক এরকমই একটা ব্যাপার। বছরের বাকি সময়টায় প্রকা...